মিসরের রাজধানী কায়রোতে ১১তম ডি-৮ শীর্ষ সম্মেলনে যোগ দিতে ঢাকা ছেড়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার দিবাগত রাত ১টা ২০ মিনিটে প্রধান উপদেষ্টাকে বহনকারী ফ্লাইটটি মিসরের উদ্দেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেছে।
এর আগে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বলেন, ‘তরুণদের বিনিয়োগ ও ক্ষুদ্র ও মাঝারি শিল্পের সহায়তা: আগামীর অর্থনীতি গঠন’ এই প্রতিপাদ্য সামনে রেখে সম্মেলনটি অনুষ্ঠিত হতে যাচ্ছে।
মঙ্গলবার ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস ব্রিফিংয়ে আজাদ বলেন, বাংলাদেশ ছাড়াও তুরস্ক, ইরান, ইন্দোনেশিয়া ও পাকিস্তানসহ কয়েকটি দেশের সরকারপ্রধানরা ডি-৮ সম্মেলনে যোগ দেবেন।
তিনি বলেন, প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস তরুণদের উন্নয়নে গুরুত্ব দিয়ে কাজ করছেন এবং এজন্য তিনি বৈশ্বিক এই ফোরামে তরুণ উন্নয়ন বিষয়ে কাজ করার সুযোগ পাবেন। তিনি আরও বলেন, সম্মেলনের প্রতিপাদ্যের বিষয়টি বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ।
ডি-৮ শীর্ষ সম্মেলনের প্রতিপাদ্যের অঙ্গীকারকে প্রতিফলিত করে, যা তরুণদের ক্ষমতায়ন এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে উৎসাহিত করে অর্থনৈতিক প্রবৃদ্ধি ও উন্নয়নকে ত্বরান্বিত করতে চায়।
ডেভেলপিং-৮ বা ডি-৮ নামে পরিচিত অর্থনৈতিক সহযোগিতা সংস্থাটি ১৯৯৭ সালে প্রতিষ্ঠিত হয়।
এটি সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে উন্নয়ন সহযোগিতা উৎসাহিত করে।
এই রাষ্ট্রগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশ, মিসর, ইন্দোনেশিয়া, ইরান, মালয়েশিয়া, নাইজেরিয়া, পাকিস্তান ও তুরস্কের মতো মুসলিম-প্রধান দেশগুলো। এসব দেশ আনুমানিক বিশ্ব জনসংখ্যার প্রায় ১৪ শতাংশের প্রতিনিধিত্ব করে।